বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মে মাসে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বর্ধমানের একাধিক তৃণমূল পার্টি অফিসকে হয় বন্ধ করে দেওয়া নাহয় দখল নিয়েছিল বিজেপি। যা নিয়ে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল রাজ্যের শাসকদল। কিন্তু ধীরে ধীরে ফের রাজ্যের শাসকদল তাদের পুরনো জমি দখল নেয়। মাঝখানে কিছুদিন এই ধরণের দখলদারীর ঘটনা বন্ধ হয়ে যাবার পর ফের বৃহস্পতিবার রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসের দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নামিয়ে দিয়ে সেখানে বিজেপির দলীয় পতাকা টাঙানোর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমান শহর লাগোয়া মীর্জাপুর নতুনপল্লী এলাকায়। তৃণমূলের দায়ের করা অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।