Site icon E Purba Bardhaman

তৃণমূলের পার্টি অফিসে কাদা লেপার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

bjp supporters are accused of attacking the TMC party office at mirzapur

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মে মাসে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বর্ধমানের একাধিক তৃণমূল পার্টি অফিসকে হয় বন্ধ করে দেওয়া নাহয় দখল নিয়েছিল বিজেপি। যা নিয়ে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল রাজ্যের শাসকদল। কিন্তু ধীরে ধীরে ফের রাজ্যের শাসকদল তাদের পুরনো জমি দখল নেয়। মাঝখানে কিছুদিন এই ধরণের দখলদারীর ঘটনা বন্ধ হয়ে যাবার পর ফের বৃহস্পতিবার রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসের দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নামিয়ে দিয়ে সেখানে বিজেপির দলীয় পতাকা টাঙানোর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমান শহর লাগোয়া মীর্জাপুর নতুনপল্লী এলাকায়। তৃণমূলের দায়ের করা অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। bjp supporters are accused of attacking the TMC party office at mirzapur বর্ধমান ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলী গুপ্তা তা জানিয়েছেন, প্রায় মাস তিনেক আগে সরাইটিকর অঞ্চলের মীর্জাপুর নতুনপল্লী এলাকায় এই দলীয় পার্টি অফিসটি উদ্বোধন করা হয়। তার কিছুদিন পরেই বিজেপির একটি দল পার্টি অফিসটি দখল করে। এব্যাপারে প্রশাসনের কাছে জানানোর পর তাঁরা ফের দখল করেন পার্টি অফিসটি। কাকলীদেবী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় বিজেপি নেতা অমিত মাকড়ের নেতৃত্বে তাঁদের দলীয় পার্টি অফিসের দেওয়ালে দিদিকে বলো প্রচার সহ তৃণমূল কংগ্রেসের নাম লেখা ছিল – সেখানে কাদা লেপে দেওয়া হয়। নামিয়ে দেওয়া হয় তৃণমূলের দলীয় পতাকা। পরিবর্তে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। এরই পাশাপাশি ওই পার্টি অফিস লাগোয়া একটি বাড়িতে গিয়েও তারা হামলা চালায়। এই ঘটনায় শুক্রবার সকালে দেওয়ানদিঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছে। কাকলীদেবী জানিয়েছেন, বারবার একই ঘটনা ঘটছে। তাদের ধৈর্য্যের বাঁধ ক্রমশই ভাঙছে। তাঁরা প্রশাসনের ওপর আস্থা রেখেই চলছেন। কিন্তু কতদিন এভাবে সহ্য করা যাবে তাঁরা বুঝতে পারছেন না। অন্যদিকে, বর্ধমান উত্তর বিধানসভার বিজেপির দলীয় পর্যবেক্ষক প্রবাল রায় জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। বিজেপির কোনো কর্মীই এই কাজ করেনি। এটা তৃণমূলের দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল।

Exit mobile version