বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোট পরবর্তী তৃণমূল বিজেপি সংঘর্ষ চলছেই। সোমবার রাতে বর্ধমানের রায়ান ১নং গ্রাম পঞ্চায়েতের নাড়ী বেলবাগান এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অল্পের জন্য কেউ আহত না হলেও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, সোমবার রাতে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে। ব্যাপক বোমাবাজি করা হয়।