বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দলীয় পতাকা, ফেস্টুন লাগিয়ে বাড়ি ফেরার পথে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। লোহার রড দিয়ে মারধর করে হাত ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর ৪ দিন কেটে গেলেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় বর্ধমান থানা ঘেরাও বিজেপির। আহত বিজেপি কর্মীর নাম সোমনাথ হালদার, বাড়ি বর্ধমান পৌরসভার ষাঁড়খানা গলি এলাকায়। বিজেপির অভিযোগ, গত ৪ তারিখ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সোমনাথ হালদার দলীয় পতাকা ও ফেস্টুন লাগিয়ে বাড়ি যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এরপর বর্ধমান থানায় অভিযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আক্রান্তকে পুলিশের বলে দেওয়া বয়ান দিতে বলা হয় বলেও অভিযোগ। এরপরই আজ দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা-এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশি আশ্বাসে উঠে বিক্ষোভ।