বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের ব্ল্যাড ব্যাংকগুলোতে রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলেন সাংবাদিকরা। রবিবার ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে বর্ধমানের শহিদ শিবশংকর সেবা সদনে আয়োজন করা হল একটি রক্তদান শিবিরের। মোট ৩০ জন সাংবাদিক এদিন রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন গাছ মাস্টার অরূপ চৌধুরি, সেবা সমিতির পক্ষে পার্থ গোস্বামী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, জেলা সভাপতি স্বপন মুখার্জি, সাধারণ সম্পাদক অরূপ লাহা, তন্ময় রায়চৌধুরী। সঞ্চালনা করেন রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক। আয়োজনে ছিলেন রাজ্য কমিটির দুই সদস্য শম্ভু কর্মকার, আমিনুর রহমান, কোষাধ্যক্ষ সেখ সামসুদ্দিন, কার্যনির্বাহী সমিতির সদস্য অভিজিৎ সাহা-সহ অন্যান্য সদস্যরা।
সংগৃহীত রক্ত রশ্মি ব্ল্যাড ব্যাংককে প্রদান করা হয়। এদিন প্রত্যেক রক্তদাতার হাতে মানপত্র এবং একটি বৃক্ষশিশু উপহার দেওয়া হয়। সাংবাদিক পরিবারের সদস্য সদ্য আঠারো উত্তীর্ণ স্নেহা চৌধুরি এদিন প্রথম রক্তদান করেন।