বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলতি তীব্র গরমের জেরে গোটা জেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্লাড ব্যাংকগুলি রীতিমতো রক্তের জোগান দিতে খাচ্ছে হিমশিম। একদিকে তীব্র গরম, অন্যদিকে, ভোটের জন্য রক্তদান শিবিরের সংখ্যাও কমেছে। মঙ্গলবারই রক্ত সংকট মোকাবিলায় জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিকের দপ্তর থেকে রক্তদান শিবিরের আয়োজনও করা হয়। পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, অনেকদিন আগে থেকেই রক্তদান শিবিরের টার্গেট নিয়েছিলেন। নির্বাচন ঘোষণার পর থেকেই বিভিন্ন সংস্থা, ক্লাব, রাজনৈতিক দলগুলির রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। এই সময় রাজনৈতিক কর্মকাণ্ডেই মানুষ বেশি যুক্ত হয়ে যায়। সেজন্য রক্ত সংকট দেখা যায়। তাঁর উপর এখন আবার গরমের সময়। এই সময় প্রতিবছরই কিছু কিছু রক্ত সংকট দেখা যায়। সেজন্য তাঁরা হাসপাতালের সুপার, বিএমওএইচ-দের নির্দেশ দিয়েছিলেন এই সময় যাতে দু-একটা করে ক্যাম্প করা যায়। তাঁরাও সিএমওএইচ দপ্তরের উদ্যোগে একটা রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক বিএমওএইচ-কে ৫ জন রক্তদাতাকে সিএমওএইচ দপ্তরে পাঠাতে হবে বলা হয়েছিল। ১৫০ জনের টার্গেট নিয়েছিলেন। ভালো সাড়া পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, কালনা ব্ল্যাড সেন্টারে বেশি সংকট ছিল। কাটোয়ায় তুলনামূলক কম। অন্যদিকে, রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এল দি আইডিয়াল এডিফিকেশন, প্রোগ্রেসিভ নার্সিংহোম এণ্ড হসপিটাল অ্যাসোসিয়েশন এবং টেরেসা মেমোরিয়াল হাসপাতাল। বুধবার এই তিনটি সংস্থার পক্ষ থেকেই আলাদা আলাদাভাবে শতাধিক বোতল রক্ত সংগ্রহ করা হয়। টেরেসা মেমোরিয়াল হসপিটালের ডিরেক্টর শুভজ্যোতি ভট্টাচার্য জানিয়েছেন, তাঁদের এই প্রতিষ্ঠানের ৫ বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষ্যকে সামনে রেখে রক্তের সংকট মোকাবিলায় তাঁরা হসপিটালের কর্মীদের কাছেই স্বেচ্ছায় রক্তদান করার আবেদন করেন। এদিন প্রায় ১২৫ বোতল রক্ত সংগ্রহ করা হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী ১২ মে বর্ষপূর্তির দিন এই অনুষ্ঠান করার কথা থাকলেও ভোটের কারণে আগেই রক্তদান শিবির করা হয়েছে।