বিষ্ণুপুর লোকসভা ভোটের আগে খণ্ডঘোষে উদ্ধার তাজা বোমা
admin
খন্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল পুর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার ওঁয়াড়ি গ্রাম। শনিবার সকালে গ্রামের একপ্রান্ত থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতংক ও উত্তেজনা ছড়িয়েছে। রাত পোহালেই বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার অধীন খন্ডঘোষ বিধানসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই প্রাক্কালে বোমা উদ্ধারকে ঘিরে ভোটের আতংক আরো বাড়ল। উল্লেখ্য, সম্প্রতি খন্ডঘোষের আলিপুরে তৃণমূল সমর্থকদের হাতে খুন হয়েছেন কামরুল সেখ। সেই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছেই। তার ওপর এদিন সকালে বোমা উদ্ধারে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। খণ্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম জানিয়েছেন, নির্বাচনের আগে খণ্ডঘোষে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নকে কোনোভাবেই দমাতে না পেরে ভোটের আগে বোমা গুলি মজুদ করছে বিরোধীরা। তারা রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে এখন সন্ত্রাসের পথ নিয়েছে। তিনি জানিয়েছেন, এব্যাপারে পুলিশকে কড়া ব্যবস্থা নেবার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, সিপিএমের কৃষকসভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিনোদ ঘোষ এদিন জানিয়েছেন, গোটা খণ্ডঘোষ ব্লকেই তৃণমূল কংগ্রেস তার জনসমর্থন হারিয়েছে। আর তাই সন্ত্রাস সৃষ্টি করে ভোটের আগে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। তিনি দাবী করেছেন, টোটোয় করে তৃণমূলের নেতারা ওই বোমা খণ্ডঘোষের বিভিন্ন জায়গায় মজুদ করেছে। এব্যাপারে তথ্য প্রমাণ তাঁরা পুলিশের কাছে জমা দিয়েছেন। বিনোদবাবু জানিয়েছেন, খণ্ডঘোষ বিধানসভার মানুষ তৃণমূলের কাজকর্মে বীতশ্রদ্ধ। এদিকে, ভোটের আগের মুহূর্তে যখন বোমা-বারুদে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে খণ্ডঘোষ, সেই সময় ভোটের কাজ করতে এদিন দুপুর থেকেই বুথে বুথে রওনা দিলেন ভোটকর্মীরা। তীব্র দাবদাহ চলছে গোটা পুর্ব বর্ধমান জেলা জুড়েই। তারই মাঝে রাত পোহালেই রাজ্যের ষষ্ঠ দফার ভোট। শনিবার দুপুর থেকেই তাই গরমের দুশ্চিন্তাকে মাথায় নিয়েই রওনা হতে শুরু করলেন বুথে বুথে। আগামীকাল বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার অধীন খন্ডঘোষ বিধানসভা এলাকাতেও ভোট। এদিন সকাল থেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুরশিক্ষা ভবন থেকে ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে বুথে বুথে রওনা হলেন ভোটকর্মীরা। যদিও সমস্ত ভোটকর্মীদের রীতিমত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম। উল্লেখ্য, আগামীকাল খন্ডঘোষ বিধানসভায় রয়েছে ২৭১ টি বুথ। এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বুথেই আধা সামরিক বাহিনী থাকবে বলে জানানো হয়েছে। থাকছে এই বিধানসভার মোট ১৭ টি সেক্টরেই ১৭ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এরই মাঝে খন্ডঘোষের আলিপুরে তৃণমূল সমর্থক কামরুল সেখের খুনের ঘটনায় চাপা উত্তেজনা রয়েছেই। আবার শনিবার ওঁয়াড়ি গ্রামে বোমা উদ্ধারকে ঘিরে ভোটের আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।