E Purba Bardhaman

পঞ্চায়েত অফিস চত্ত্বরে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার

প্রতীকি চিত্র

কাটোয়া (পূর্ব বর্ধমান) :- গিধগ্রাম পঞ্চায়েত অফিস চত্ত্বর থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই গিধগ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবেন তানিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ লেগেই রয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা আজমত শেখ চান বর্তমান প্রধান অর্থাৎ তাঁর স্ত্রীই ওই পদে থাকুন। বিরুদ্ধ আলম গোষ্ঠী তা মানতে রাজি নন। মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপই বুধবার সকালে পঞ্চায়েত অফিস চত্বরে কয়েকটি ড্রামে বোমা মজুত রয়েছে দেখতে পেয়ে গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। কাটোয়া থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। ড্রামগুলির মধ্যে প্রায় ১০০ টা সকেট, কৌট এবং পেট্রোল বোমা মজুত ছিল বলে জানাগেছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অবশ্য গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছেন। বোমামজুতের সাথে তাঁরা কোনও ভাবেই যুক্ত নয় বলেও জানান হয়েছে শাসক দলের পক্ষ থেকে।

Exit mobile version