E Purba Bardhaman

পুলিশকে মারধরে ধৃত বিজেপি কর্মীদের শর্তাধীন জামিন মঞ্জুর

ফাইল চিত্র

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পুলিশকে মারধরে ধৃত ৯ বিজেপি কর্মীর শর্তাধীন জামিন মঞ্জুর করল বর্ধমান সিজেএম আদালত। মঙ্গলবার ধৃতদের ফের আদালতে পেশ করা হয়। ধৃতদের হয়ে আইনজীবী স্বপন বন্দ্যোপাধায়, কমল দত্ত ও পুলক মুখোপাধ্যায় জামিন চেয়ে সওয়াল করেন। আদালতে তারা বলেন, পুলিশকে মারধরের অভিযোগ ঠিক নয়। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে। যে কোনও শর্তে ধৃতদের জামিন মঞ্জুর করা হোক। সরকারি আইনজীবী অবশ্য জামিনের জোরালো বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে সপ্তাহে ২ দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে প্রত্যেকের ৩ হাজার টাকার বন্ডে ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। পুলিশ জানিয়েছে, গত ২০ জুন শহরের কার্জন গেট এলাকায় বিজেপির বিক্ষোভ কর্মসূচী ছিল। সেখানে দলের নেতারা রাজ্য সরকার ও পুলিসের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেন। তাতে উত্তেজিত হয়ে দলের কর্মী-সমর্থকরা কার্জন গেট এলাকায় জিটি রোড অবরোধ করে। অবরোধে দু’টি অ্যাম্বুলেন্স আটকে পড়ে। অ্যাম্বুলেন্স দু’টিকে পার করানোর সময় বর্ধমান থানার সেকেন্ড অফিসার সমীর কুমার ঘোষকে ব্যাপক মারধর করা হয়। তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয়। পুলিশ হাসপাতালে তার চিকিৎসা হয়। ঘটনার বিষয়ে সমীরবাবু ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কেস রুজু করে পুলিশ। ২১ জুন ৯ জনকে গ্রেপ্তার করে পরেরদিন ধৃতদের আদালতে পেশ করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Exit mobile version