বর্ধমান, ২৫ এপ্রিলঃ- ‘Burdwan District News – বর্ধমান জেলার খবর’ -এই নামের পেজ এবং গ্রুপটি হ্যাকিং-এর শিকার হয়েছে। ২৪.০৪.২০১৩ তারিখ ১২:৫৭ -এর পর থেকে এই পক্রিয়া চলছে। আরও কয়েকটি একাউন্টও এই হ্যাকারদের নজরে। আজ হঠাৎ নজরে এল এই পেজ এবং গ্রুপ দুটি থেকে চিট ফান্ড সংক্রান্ত সমস্ত খবর ডিলিট অথবা অদৃশ্য করে দেওয়া হয়েছে। কিছু প্রক্রিয়া অবলম্বন করে পোস্ট গুলি আবার ফিরিয়ে আনা হয়েছে। সবার কাছে আবেদন পরিচিত ব্যক্তির কাছ থেকেও কোনও লিংক এলে যার কাছ থেকে আসছে তাকে জিজ্ঞাসা করে তার পরই লিংক -এ ক্লিক করে ওপেন করুন। কারণ যার নামে এই লিংক আপনার মেলে অথবা ফেসবুকের মেসেজ অথবা চ্যাট আকারে আসছে সেই ব্যক্তি হয়ত আপনাকে লিংকটা পাঠায়নি। আমার ক্ষেত্রেও ফেসবুকে একটি লিংক আসে আমার খুব পরিচিত দুই ব্যক্তির কাছ থেকে। আমি জিজ্ঞাসা না করে ক্লিক করি। ফলে এই দুটি পেজ এবং গ্রুপ সহ আমার বেশ কিছু অ্যাকাউন্ট হ্যাকারদের নজরে চলে আসে। পরে আমি জেনেছি আমার পরিচিত দুই ব্যক্তি আমায় লিংকটি পাঠায়নি। তাদের কাছেও এসেছিল, তাঁরাও ক্লিক করে এবং তাঁদের কাছ থেকে তাদের অজান্তে অন্যদের কাছে চলে যায়। আমি জানিনা এই পেজ এবং গ্রুপ সহ আমার বিভিন্ন অ্যাকাউন্ট এখন কতটা নিরাপদ অবস্থায় রয়েছে। এই বিষয়ে আপনাদের কোনও পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন।
হ্যাকিং-এর শিকার ‘Burdwan District News – বর্ধমান জেলার খবর’ পেজ এবং গ্রুপ
23.2324387.863731