E Purba Bardhaman

বর্ধমান-দুর্গাপুর আসন আমাদেরই, দরকার শুধু যুথবদ্ধ লড়াই – অভিষেক বন্দ্যোপাধ্যায়

Burdwan-Durgapur seats are ours, we need only united fight - Abhishek Banerjee

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান-দুর্গাপুর আসন আমাদেরই। আর তাকে সুনিশ্চিত করতে দরকার শুধু যুথবদ্ধ লড়াই। মতানৈক্য ত্যাগ করে মাটিতে নেমে সকলকে একসঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। চতুর্থদফা ভোটের মুখে কর্মী ও নেতৃত্বদের উজ্জীবিত করতে বৃহস্পতিবার বর্ধমানের বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে দু’দফায় কর্মীসভা করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড- ইন- কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যৌথ লড়াইয়ের বার্তা দিয়ে গেলেন তিনি। শুধু তাই নয় দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, গলসী ও বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান ২ ব্লকের নেতৃত্বদের আরও মাটিতে নেমে কাজ করার পরামর্শ দিলেন অভিষেক। একইসঙ্গে মনোমালিন্য দূর করে একত্রিতভাবে লড়াইয়ের বার্তা দিয়ে মলয় ঘটকের মতো বর্ষীয়ান নেতাদের আরও দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন অভিষেক। এদিন আভ্যন্তরীণ দলীয় এই বৈঠকে ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে একত্রিতভাবে সকলকে নিয়ে লড়াইয়ের পরামর্শ দেন অভিষেক। বর্ধমান-দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ-সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্বরাও। এদিন তিনি কোর কমিটির সঙ্গে পৃথক বৈঠক করার পাশাপাশি বিধায়কদের সাথেও পৃথক বৈঠক করেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের নির্বাচনী কৌশল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন চক্রবর্তী, উজ্জ্বল চট্টোপাধ্যায়, মলয় ঘটক, প্রদীপ মজুমদার এবং সহযোগী সংগঠনগুলির সভাপতিরা। অন্যদিকে পূর্ব বর্ধমান থেকে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলির বিধায়ক, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ এবং সহযোগী সংগঠনগুলির সভাপতিরা।

Exit mobile version