বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সামনেই লোকসভা ভোট আর তার ওপর ২৪ জানুয়ারি বর্ধমানে গোদার মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই প্রশাসনিক কাজের দক্ষতা দেখাতে শনিবার থেকে টানা ৩ দিন বর্ধমান পুরবাসীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সহায়তা পাচ্ছেন কিনা, না পেলে কি কারণে পাননি তার যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হল। শুক্রবার জেলাশাসক পূর্ণেন্দু মাজীর পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে জেলাশাসক এই নির্দেশ দিয়েছেন। আর তার পরেই বর্ধমান পুরসভা মোট ১২০ জনকে এব্যাপারে নির্দেশ দিয়েছে। শুক্রবার বর্ধমান টাউন হলে দশম বর্ষ বর্ধমান মাঘ উৎসবের সাংবাদিক বৈঠকে এসে একথা জানিয়েছেন বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। উল্লেখ্য, পরেশবাবু এই মাঘ উৎসব কমিটির সভাপতিও। এদিন পরেশবাবু জানিয়েছেন, রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে তা বর্ধমান পুরবাসীরা পাচ্ছেন কিনা তা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এব্যাপারে পুরকর্মীদের হাতে একটি ফরম্যাট তুলে দেওয়া হয়েছে। বড় ওয়ার্ডগুলিতে ৫ জন করে এবং ছোট ওয়ার্ডগুলিতে ৩ জন করে পুরকর্মী বাড়ি বাড়ি গিয়ে এগুলি যাচাই করবেন এবং তা লিপিবদ্ধ করবেন। উল্লেখ্য, ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে মাঘ উৎসব। লোকগানের প্রচার ও প্রসারের লক্ষ্যে এবং স্থানীয় লোকগানের শিল্পীদের সুযোগ করে দিতেই এই উৎসব হয়ে আসছে। পরেশবাবু জানিয়েছেন, স্থানীয় লোক শিল্পীদের এই সুযোগের পাশাপাশি প্রতিদিনই প্রতিষ্ঠিত অন্যান্য শিল্পী ও শিল্পী সম্প্রদায় এই অনুষ্ঠানে আসছেন। টাউন হল ময়দানে আয়োজিত এই উৎসবে ২২ জানুয়ারি আসছেন তন্ময় কর এন্ড ফ্রেন্ডস। ২৩ জানুয়ারি নন্দী সিস্টার্স, ২৪ জানুয়ারি অনন্যা চক্রবর্তী, ২৫ জানুয়ারি সুরজিৎ ও বন্ধুরা। ২৬ জানুয়ারি উর্মি চৌধুরি। ২৭ জানুয়ারি গুরুজিৎ সিং এবং ২৮ জানুয়ারি ফকিরা ব্যান্ড।