বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েক ঘণ্টা আগেই তড়িঘড়ি বর্ধমানের ঐতিহাসিক টাউন হল সংস্কারের কাজে হাত দিল বর্ধমান পুরসভা। শনিবার দুপুরে টাউন হলে রীতিমতো পুজো অর্চনার মাধ্যমে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এই সংস্কারের কাজ শুরু হল। বর্ধমান পৌরসভার পৌর-প্রধান পরেশ সরকার জানিয়েছেন, পৌরসভার চলতি বোর্ড মাত্র ২ বছর পার করেছে। নতুন এই বোর্ড গঠনের পরই এই টাউন হল সংস্কারের বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে। গত ২ বছর ধরে সরকারি পর্যায়ে নানান আলাপ আলোচনার পর এই কাজে হাত দেবার সবুজ সংকেত মিলেছে। কিন্তু ভোট এসে যাওয়ায় আগামী কয়েকমাস কাজে হাত দেওয়া যাবে না, তাই তড়িঘড়ি করেই এদিন থেকে কাজের সূচনা করা হল। তিনি জানিয়েছেন, নতুনভাবে প্রায় ১৩০ বছর আগে নির্মাণ হওয়া এই টাউন হলের ভেতরকে সাজানো হবে। হেরিটেজ বিল্ডিং হওয়ায় এর বাইরে ছোটখাটো সংস্কারই করা যাবে। এদিন থেকে বাইরের সেই সংস্কারের কাজই চলবে। ভোট মিটে গেলে ১ জুন থেকে ভেতরের কাজ শুরু হবে। পরেশবাবু জানিয়েছেন, নতুনভাবে এই টাউন হলের সংস্কার কার্যত গোটা দেশে নজীর সৃষ্টি করবে বলে তাঁরা আশা করছেন। দেশ বিদেশ থেকে আগতরাও এখানে স্বচ্ছন্দে অনুষ্ঠান করতে পারবেন। তিনি জানিয়েছেন, ১ জুন থেকে পরবর্তী ১ বছর লাগবে এই সংস্কারের জন্য। সেজন্য বুকিংও বন্ধ থাকবে। এদিন টাউন হলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ পুর কাউন্সিলাররা।