বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাতারাতি পুকুর ভরাটের ঘটনায় বিজেপির করা অভিযোগে নড়েচড়ে বসল জেলা প্রশাসন। বিজেপির ৭নং নগর মণ্ডলের সভাপতি সোমনাথ দাস জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর তিনি জানতে পারেন বর্ধমান শহরের ৩৪নং ওয়ার্ডের বিএলহাটি রোডে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উল্টোদিকে দীর্ঘদিনের পুরনো লালকুঠি পুকুরকে ভরাট করা হচ্ছে। এরপরই তিনি জেলা প্রশাসনের কাছে এই অবৈধ কাজ বন্ধের জন্য আবেদন জানান। ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর তাঁদের দায়ের করা অভিযোগের পর বৃহস্পতিবার বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ঘটনাস্থলে হাজির হয়ে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। সুধীরবাবু অভিযোগ করেছেন, তাঁদের অভিযোগ পাবার পর ৬দিন কেটে গেছে। ফলে এই সময়ে পুকুর ভরাট আরও এগিয়েছে। প্রশাসন যদি সক্রিয় ভূমিকা নিত তাহলে এই পুকুর ভরাট অনেকটাই আটকানো যেত। তিনি অভিযোগ করেছেন, বর্ধমান পুর এলাকার ৩৫টি ওয়ার্ড জুড়েই এখন রমরমিয়ে পুকুর ভরাট সহ অবৈধ নির্মাণ চলছে। সুধীরবাবুর অভিযোগ, বর্ধমানে প্রোমোটাররাজ কায়েম করতেই একজন প্রোমোটারকে কাউন্সিলার করা হয়েছে। এই পুকুর ভরাটের পিছনে বর্ধমান দক্ষিণের বিধায়কেরও ভূমিকা রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এদিকে, বিজেপির দায়ের করা এই পুকুর ভরাটের অভিযোগ পেয়ে এদিন চেয়ারম্যান লালকুঠি পুকুর এলাকায় আসেন।