E Purba Bardhaman

চাহিদামতো টাকা না দেওয়ায় টোটো চালককে মারধর, গ্রেপ্তার অভিযুক্ত

Burdwan Police has arrested a man on the charge of beating up a toto driver for not paying the required amount of subscription

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চাহিদামতো টাকা না দেওয়ায় টোটো চালককে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ মাখন। বর্ধমান থানার নবাবহাটের মসজিদ তলায় তার বাড়ি। বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শনিবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।
পুলিস জানিয়েছে, বর্ধমান থানার দুবরাজদিঘির বাসিন্দা শেখ সফিক রবিবার টোটো নিয়ে নবাবহাট বাসস্ট্যান্ডে যান। বাসস্ট্যান্ডের গেট পার হওয়ার জন্য সফিকের কাছ থেকে ১০ টাকা দাবি করে মাখন। খুচরো না থাকায় তিনি পরেরদিন এসে টাকা দিয়ে যাবেন বলে মাখনকে বলেন সফিক। টোটোটিকে ভিতরে ঢুকতে দেওয়ার জন্য বলেন তিনি। তাতে কর্ণপাত না করে টোটোটিকে ভিতরে ঢুকতে বাধা দেয় মাখন। বারবার অনুরোধ করায় সফিকের কাছ থেকে টোটোর চাবিটি ছিনিয়ে নিয়ে তাঁকে গালমন্দ করে অভিযুক্ত। চাবি ফিরিয়ে দিতে বলায় বাঁশ দিয়ে সফিককে পেটানো হয়। মারধরে জখম হন তিনি। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। পরে ঘটনার দিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

Exit mobile version