E Purba Bardhaman

১৭ থেকে ২৫ ডিসেম্বর শাঁখারীপুকুর উৎসব ময়দানে অনুষ্ঠি হবে “বর্ধমান পৌর উৎসব ২০২২”

"Burdwan Poura Utsav 2022" will be held at Sankharipukur Utsav Maidan from 17th to 25th December.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ১৭ থেকে ২৫ ডিসেম্বর বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান পৌর উৎসব ২০২২। বুধবার সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন বর্ধমান পৌরসভার পৌরপতি তথা বর্ধমান পৌর উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি পরেশচন্দ্র সরকার। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পুরসভার সচিব জয় রঞ্জন সেন, কাউন্সিলার সুশান্ত প্রামাণিক, রত্না রায়, সনত বক্সী, স্বীকৃতি হাজরা, উমা সাঁই, সাহাবুদ্দিন খান প্রমুখরাও। পরেশবাবু জানিয়েছেন, এবারে উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত লেখক তথা পুরাণবিদ অধ্যাপক ডক্টর নৃসিংহ প্রসাদ ভাদুড়ি এবং কবি অধ্যাপক সুবোধ সরকার। এবারে বর্ধমান পৌর উৎসবের বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। থাকছে প্রায় ১৫০ টি স্টল। এবারে উৎসবের শ্লোগান প্রখ্যাত সঙ্গীতগুরু পণ্ডিত ধ্রুবতারা যোশীকে স্মরণ করে “মায়ের কথা, মাটির গান, ললিতকলার বর্ধমান”। এদিন বিধায়ক খোকন দাস জানিয়েছেন, করোনা আবহের জেরে গতবছর এই উৎসব করা যায়নি। তাই এবারে এই উৎসবের জন্য আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে উঠেছে। তাঁরা আশা করছেন বিগত বছরের তুলনায় সাধারণ মানুষের উপস্থিতি রেকর্ড ছাপিয়ে যাবে। এদিন পরেশবাবু জানিয়েছেন, বিগত পৌর উৎসবগুলি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্বৃত্ত হয়েছে। সেই টাকায় এবার এই উৎসব ময়দানকে ভালভাবে ঘেরার কাজ করা হবে। একইসঙ্গে রাত্রিবেলায় ওই মাঠে অসামাজিক কাজকর্ম হয় বলে পুলিশের কাছ থেকে তাঁরা অভিযোগ পেয়েছিলেন। সেজন্য মাঠকে সারাবছর পাহারা দেবার জন্য ২জন কর্মীকে তাঁরা সর্বক্ষণের জন্য নিয়োগ করছেন।

Exit mobile version