E Purba Bardhaman

অঝোর ধারায় বৃষ্টি শীতের দোসরে জবুথবু বর্ধমান

Burdwan residents are in trouble due to severe winter and torrential rains

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘূর্ণাবর্তের জেরে বুধবার রাত থেকেই পূর্ব বর্ধমান জেলার জায়গায় জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জাঁকিয়ে বৃষ্টিতে দৃশ্যতই জবুথবু গোটা জেলা। আর তারই মাঝে আলু চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। জামালপুরের চাষি মহম্মদ খান জানিয়েছেন, এমনিতেই এবছর আলু চাষ দেরিতে শুরু হয়েছে। ফলে এই বৃষ্টিতে গাছ পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। অন্যদিকে, শীতে কাবু গোটা জেলা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তার উপর বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। টানা বৃষ্টিতে শীতকালেও জল থই থই অবস্থা শহর বর্ধমানের একাংশের। বৃষ্টিতে জল জমে যায় ঝাপানতলা, খোসবাগান, জিটি রোড, পার্কাস রোড-সহ শহরের নানান এলাকায়।

Exit mobile version