E Purba Bardhaman

পদযাত্রার মাধ্যমে শুরু হলো বর্ধমান টাউন স্কুলের শততম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন অনুষ্ঠান

Burdwan Town School's 100th foundation day celebration program started with a march

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বর্ধমান টাউন স্কুল আগামী ২ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার ১০০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আর এই উপলক্ষ্যে বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠা দিবস হলেও একদিন আগে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেল উদ্‌যাপন কর্মসূচি। বৃহস্পতিবার এই স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী-সহ বিশিষ্টজনদের নিয়ে করা হয় বর্ণাঢ্য পদযাত্রা। শুক্রবার বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রাক্তন ছাত্র বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার কৌস্তভ নায়েক। প্রদীপ প্রজ্বলন করবেন প্রাক্তন ছাত্র ডাক্তার শিবনারায়ণ দত্ত, ডাক্তার হৃদয় দে, ব্রজেশ্বর রায়, সেখ জনি, আবির দাঁ, অরিন্দম রুদ্র, ডাক্তার অরিন্দম মণ্ডল, সৌভিক রায়, অঙ্কুর দাঁ-সহ ১০০ জন প্রাক্তনী। সভাপতিত্ব করবেন ডাক্তার শিবনারায়ণ দত্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনজীবী কমল দত্ত এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিখা দত্ত সেনগুপ্ত। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করবেন ডাক্তার মঞ্জুর হোসেন।

Exit mobile version