Site icon E Purba Bardhaman

বর্ধমান শহরের মেসে এম ফিল ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের শ্যামলাল এলাকার একটি মেস থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এম ফিলের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত ছাত্রীর নাম অনিতা বাওয়ালি (২৭)। বাড়ি খণ্ডঘোষের লোধনাগ্রামে। শনিবার সকালে শ্যামলাল ২নং ভবানীঠাকুর লেনের একটি মেসের ঘর থেকে ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁসে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে২০১৫ সাল থেকে শ্যামলালের এই মেসে রয়েছেন অনিতা। তার সঙ্গে আরও দুই বান্ধবী থাকত। এর মধ্যে একজন বান্ধবী বাড়ি চলে গিয়েছিলঅন্যজন এদিন সকালে টিউশন পড়াতে বেড়িয়ে যায়। পুলিশ জানিয়েছে্নওই মেসের মালিক শিবশংকর দে ও শুভ্রা দের ছেলেকে টিউশন পড়াতো অনিতা। শনিবার সকালে টিউশন পড়াতে না আসায় এবংদেরী হওয়ায় শুভা দে খোঁজখবর নিতে যান। তার ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেন। দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। এরপরই ফ‌্যানের সঙ্গে ওড়নার ফাঁসে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর প্রতিবেশীদের ডেকে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিত্সক মৃত ঘোষণা করেন। মৃতদের ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে লেখা রয়েছে – ”সরি মামআমি তোমাকে আর খুশী রাখতে পারলাম না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” মৃত ছাত্রীর বাবা পরাণ বাওয়ালি জানিয়েছেনকেন অনিতা এরকম লিখে গেল তাও তিনি বুঝতে পারছেন না। তিনি জানিয়েছেনঅনিতা পড়াশোনাই খুবই মেধাবী ছিল। কিন্তু তার এই অপমৃত্যু রীতিমত রহস্যজনক। এব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন। তিনি পুলিশের এই ঘটনায় তদন্তের জন্য দাবী জানাবেন

Exit mobile version