বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলতি তীব্র গরমের জেরে যখন রাজ্য সরকার সোমবার থেকে সমস্ত স্কুলে স্কুলে গরমের ছুটি দিয়েছে। সেই সময় বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃপক্ষের অভিনব আবেদনকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্কুল সূত্রে জানা গেছে, স্কুল কর্তৃপক্ষ চলতি তীব্র গরমের জন্য স্কুলের সময়কে এপ্রিল, মে, জুন এবং জুলাই মাসে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা-এগারোটা নাগাদ পর্যন্ত করার অভিনব প্রস্তাব দিয়েছেন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুলের কর্মচারীদের কাছে। আর এই আবেদনকে ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, গরমের জন্য স্কুলের ছুটির সময়কে এগিয়ে নিয়ে আসলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে তা অসুবিধা হবে বলে তাঁরা মনে করছেন। স্কুলের অধ্যক্ষ ফাদার ড. মারিয়া জোসেফ সাভারিয়াপ্পান জানিয়েছেন, ছুটির সময় অনলাইন ক্লাস করা হলে তা বিগত দিনের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের ওপর মধ্যে একটি বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এজন্যই তাঁরা চাইছেন বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত স্কুল চালু করতে গরমের এই বিশেষ কয়েকটি মাসে। এদিকে, স্কুলের কর্তৃপক্ষের এই আবেদনে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। অভিভাবকরা ছাত্রছাত্রীদের রাত্রে বাড়ি ফেরা এবং তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নতুন সময়সূচি করার বিষয়ে ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুলের কর্মচারীদের কাছ থেকে মতামত জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মতামত পাওয়ার পরই সমস্ত দিক বিচার করে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।