E Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলাতে পালিত হল দ্বাদশ পরিসংখ্যান দিবস

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  প্রশান্ত চন্দ্র মহলানবীশের ১২৫ তম জন্মদিবসে গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও শুক্রবার পালিত হল দ্বাদশ পরিসংখ্যান দিবস। দেশের সামগ্রিক উন্নতির ক্ষেত্রে পরিসংখ্যানের গুরত্ব সম্পর্কে এদিন বক্তব্য রাখেন বক্তারা। এদিন পুর্ব বর্ধমান জেলার পরিসংখ্যান সংক্রান্ত বিষয়ে একটি সিডির উদ্বোধন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। জেলাশাসক এদিন বলেন, গোটা দেশের উন্নতির জন্য প্রতিমুহূর্তে যে পরিকল্পনা সরকারকে গ্রহণ করতে হয় তার মূলে রয়েছে এই পরিসংখ্যান। এই পরিসংখ্যানের ওপর ভর করেই গোটা দেশের উন্নয়ন পরিকল্পনা তৈরী হয়। বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা স্ট্যাটিসটিকস বিভাগের উপ অধিকর্তা দেবশ্রী মুখার্জ্জী জানিয়েছে্ন, বর্তমানে সরকারী সমস্ত দপ্তরই তাঁদের নিজস্ব বিভাগীয়ভাবে নানান ধরণের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন। আর সেক্ষেত্রে পরিসংখ্যান দপ্তর তাঁদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করে। বক্তব্য রাখতে গিয়ে এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় জানান, মানুষের আত্মিক উন্নতির সঙ্গে জড়িত রয়েছে পরিসংখ্যান। মনকে উন্নত করেই কোনো কিছুর সঠিক বিচার করতে হয়। সংকীর্ণ রাজনীতি নিয়ে এটা হয় না। তিনি জানান, প্রত্যেকটি মানুষকেই কীর্তি রেখে যেতে হবে – যা তাকে বাঁচিয়ে রাখবে।

Exit mobile version