বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পরপর বাসের কর্মীদের মারধরের ঘটনায় বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে সমস্ত বাস চলাচল বন্ধ করে দিলে বাস কর্মী সংগঠন। এই ঘটনায় বুধবার সকাল থেকেই ভয়াবহ সমস্যার মুখে পড়েন যাত্রীরা। ওয়েষ্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরিন্দর শর্মা জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই জেলার বিভিন্ন প্রান্তে বাস কর্মীরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি।