বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিজেপির চায়ে পে চর্চা থেকে তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো সবই জনগণের সাথে ছল চাতুরী। নিজেদের ধ্বসে যাওয়া ভাবমূর্তি নির্মাণে জনগণের সাথে ছল চাতুরী করা হচ্ছে বলে অভিযোগ তুলল পূর্ব বর্ধমান জেলা সিপিআই(এম)। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক মন্তব্য করেছেন, এই চায়ে পে চর্চা কিংবা দিদিকে বলো কর্মসূচী আসলে বিজেপি এবং সিপিএমের গট আপ গেম। এদিকে, যে সময় সাংবাদিক বৈঠকে অচিন্ত্য মল্লিকরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে চায়ে পে চর্চাকে নিয়ে তোপ দেগেছেন সেই সময় খোদ বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ছাত্র সংগঠন এসএফআই সেই চায়ের কাপকেই হাতিয়ার করে জনসংযোগের চেষ্টা চালাচ্ছেন গ্রামে গ্রামে।