E Purba Bardhaman

বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ক্যান্সার সচেতনতা শিবির

Cancer awareness and health camp organized by Burdwan Sadar Pyara Nutrition Welfare Society

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ও বিআইএমএস হাসপাতালের যৌথ উদ্যোগে শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এবারের থিম ছিল ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। উল্লেখ্য, ক্যান্সার মুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য ৩ বছরের অভিযান ২০২২ সাল থেকে শুরু হয়েছে। বর্ধমান শহরের শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষদের ইসিজি করা হয় এবং ব্লাড প্রেসার, সুগারের মাত্রাও পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট, অস্টিও স্পেশালিস্ট এবং জেনারেল মেডিসিনের চিকিৎসকরা। ক্যান্সারের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যেতে পারে সেই বিষয়ে লিফলেট বিলি করা হয়। নিউট্রিশনিস্ট অমৃতা হাজরা বলেন, এখন মেয়েদের সারভাইকাল ক্যান্সার এইচপিভি ভ্যাকসিন দিয়ে এবং লিভার ক্যান্সার এইচবিভি ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। রোগের আগে যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেন বর্ধমান যোগ সার্কেলের যোগ বিশেষজ্ঞ দিশা রক্ষিত। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, সারা বছর ধরেই তাঁরা বর্ধমান এবং তার নিকটবর্তী গ্রামাঞ্চলগুলোতে এরকম বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করছেন মূলত মানুষদের সচেতন করে তাঁদের সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে। অন্যান্যদের মধ্যে এদিন এই শিবিরে উপস্থিত স্থানীয় কাউন্সিলর, চৈতালি ঘোষ, প্রীতম ঘোষ, স্নিগ্ধ দাস, সুদীপ মন্ডল, স্বাগতা গুপ্ত-সহ প্রমুখরা।

Exit mobile version