E Purba Bardhaman

মন্দিরে মন্দিরে পুজো বিজেপি প্রার্থীর, চুটিয়ে প্রচার তৃণমূল আর কংগ্রেসেরও

AITC candidate of Bardhaman-Durgapur Lok Sabha constituency Mamtaz Sanghamita is worshiping the temple on the first day of the Bengali New Year. At Sarbamangala Temple, Burdwan Town.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর পাঁচটা বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যেই নববর্ষকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার সঙ্গে জুড়েছে লোকসভা ভোটের উত্তাপ। সব মিলিয়ে সোমবার জমজমাট হয়ে উঠল নববর্ষীয় ভোট প্রচার। এদিন সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং অহলুবালিয়া বর্ধমান শহরের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালিবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন। এরপর তিনি আলমগঞ্জ এলাকায় বর্ধমানেশ্বর শিবসর্বমঙ্গলা মন্দিরকালীবাজারের বড়মা কালিতলায় পুজো দেন। বিজেপি প্রার্থী জানিয়েছেনআজ নববর্ষ। পবিত্র দিন। তাই তিনি বিভিন্ন জায়গায় পুজো দিয়ে সমগ্র মানুষের কল্যাণ কামনা করেছেন। রাজনৈতিক হিংসা বন্ধের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে বলেছেনআর যেন কোনো মা বাবা পুত্রহারা না হনকোনো ছেলে মেয়ে যেন বাবামা হারা না হন। সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরী হোক। বিজেপি প্রার্থীর পাশাপাশি এদিন মেমারীতে তৃণমূল কংগ্রেসের বর্ধমান পূর্ব লোকসভা আসনের প্রার্থী সুনীল মণ্ডল প্রচার সারেন। মেমারীর বিধায়ক নার্গিস বেগমকে সঙ্গে নিয়ে তিনি এদিন হুডখোলা জীপে চড়ে প্রচার করেন। মেমারীর রোড শোয়ে এদিন সুনীল মণ্ডল তাঁর বিরুদ্ধে দাঁড়ানো সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস এবং বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসের বিরুদ্ধে তোপ দাগেন। কাটোয়ার কংগ্রেস নেতা তুহিন সামন্তের খুনী বলে সিপিএম প্রার্থীকে উল্লেখ করেন। বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করেন সুনীলবাবু। তিনি দাবী করেনপরেশবাবু নিজেকে প্রাক্তন আইএএস অফিসার হিসাবে ঘোষণা করেছিলেন কিন্তু চাপাচাপির পর তিনি স্বীকার করেন তিনি আইএএস অফিসার ছিলেন না। এদিকেএরই পাশাপাশি এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী রণজিত মুখোপাধ্যায়ও মেমারী থানা এলাকার তাঁর নির্বাচনী কেন্দ্রে প্রচার করেন।

 

Exit mobile version