বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্র সরকার গাড়ি চালকদের ‘হিট অ্যান্ড রান’-এর শাস্তি হিসাবে যে নতুন আইন লাগু করতে চলেছেন তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে জোড়ালো আন্দোলনের ডাক দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার কল্যাণ সংঘ। সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি সেখ ইমরান হোসেন জানিয়েছেন, কেন্দ্র সরকার নতুন যে আইন আনছে তাতে দুর্ঘটনা ঘটলে গাড়ির চালকদের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ১০ বছরের জেল হওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানিয়েছেন, এই কালা আইন লাগু হলে গোটা ড্রাইভার সমাজ পথে বসবে। পথে বসবে তাঁদের আত্মীয় পরিজন। তাই এই কালা আইন বাতিলের দাবিতে তাঁরা গোটা ভারত জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন। অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবি না মেটা পর্যন্ত তাঁরা সমস্ত শ্রেণীর গাড়ির চালকরা গাড়ি চালানো বন্ধ করার ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, পেটের তাগিদে চালকরা অত্যন্ত ঝুঁকির এই পেশা বেছে নেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে দমনপীড়নের আইন বলবৎ করতে চাইছে তাতে গাড়ি চালকরা আর এই পেশায় থাকতে চাইবেন না।