E Purba Bardhaman

অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রা করায় বিজেপির সমর্থকদের বিরুদ্ধে মামলা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রা আয়োজনের জন্য বিজেপির সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু করল বর্ধমান থানার পুলিস। ঘটনার বিষয়ে বর্ধমান শহরের বড়নীলপুর নতুনপাড়ার এক বাসিন্দা পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়া বিজেপির সমর্থকদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অন্যায়ভাবে আটকে রাখা, সরকারি নিের্দশ অমান্য করা, ইচ্ছাকৃতভাবে অন্যের ভাবাবেগকে আঘাত করে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা ও সাধারণ জীবনযাত্রায় ব্যাঘাতর ঘটানোর ধারায় মামলা রুজু হয়েছে। বর্ধমান থানার এক অফিসার বলেন, অভিযোগে কারও নাম উল্লেখ নেই। তাই, শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

     শনিবার রামনবমীর দিন শহরের বিভিন্ন জায়গা থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয়। শহরের অনেক তৃণমূল নেতা ও কর্মী-সমর্থক রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় অনেকেরই হাতে টাঙি, তরোয়াল ও অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল। বিভিন্ন জায়গায় ঘুরে শহরের কার্জন গেটে শোভাযাত্রাগুলি মিলিত হয়। কার্জন গেটে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং অহলুওয়ালিয়া, জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কার্জন গেটের মঞ্চ থেকে তাঁরা ভাষণও দেন। অভিযোগে জানানো হয়েছে, শোভাযাত্রায় অনেকেরই হাতে ধারালো অস্ত্র ছিল। ধারালো অস্ত্র নিয়ে আস্ফালন করা হয়। আস্ফালনকারীদের মদত দেওয়ার জন্য বিজেপি সমর্থকরা উস্কানিমূলক শ্লোগান দেয়। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি এতে লঙ্ঘিত হয়েছে। শোভাযাত্রার কারণে জিটি রোডে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক আইন লঙ্ঘন করে শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি হয়েছে।

 

Exit mobile version