গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরে চিলড্রেন্স কালচারাল সেন্টারের সুইমিং পুলের জল থেকে এক মেধাবি ছাত্রের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় তদন্তভার হাতে নিল সিবিআই। শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে তদন্তভার হাতে নেওয়ার বিষয়ে রিপোর্ট পেশ করেছে সিবিআই। কেসের তদন্তকারী অফিসার রয়েছেন সিবিআইয়ের কলকাতা অফিসের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এসপি দীনেশ মোহন শর্মা। আদালত সিবিআইয়ের রিপোর্ট নথিভূক্ত করেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ শহরের আলমগঞ্জ এলাকায় চিলড্রেন্স কালচারাল সেন্টারের সুইমিং পুলে সাঁতার কাটতে যান শহরেরই আনন্দপল্লির রমেন সামন্ত (২১)।
তদন্তে নেমে পুলিস সুইমিং পুলের কেয়ার টেকার গোপীমোহন চট্টোপাধ্যায় ও প্রশিক্ষক প্রসেনজিৎ সোমকে গ্রেপ্তার করে। তাদেরকে হেফাজতে নেয় পুলিস। পরে তদন্তভার হাতে নেয় সিআইডি। ময়না তদন্তের রিপোর্টে জলে ডুবে রমেনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। ফরেন্সিক ল্যাবরেটারিতে ভিসেরা পরীক্ষায় মৃতের পাকস্থলী থেকে ইথাইল অ্যালকোহলের অস্তিত্ব মেলে। মদ্যপ অবস্থায় সাঁতার কাটতে গিয়ে রমেনের মৃত্যু হয়েছে বলে আদালতে রিপোর্ট পেশ করে সিআইডি। গোপীমোহন ও প্রসেনজিতের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির (৩০৪এ) ধারায় চার্জশিট পেশ করে পুলিস।