E Purba Bardhaman

জেলা জুড়ে পালিত হল হুল উত্সব

মেমারি (পূর্ব বর্ধমান) :- ইংরেজদের অত্যাচার থেকে বাংলাকে রক্ষা করার জন্য যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল তাকেই স্মরণ করার ডাক দেওয়া হল শনিবার হুল উত্সবের মঞ্চ থেকে। পূর্ব বর্ধমান জেলা পরিষদ, আদিবাসী উন্নয়ন পর্ষদ, অনগ্রসর কল্যাণ দপ্তর এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় মেমারী ২নং ব্লকের সাতগেছিয়া ফুটবল মাঠে। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, দুই সাংসদ মমতাজ সংঘমিতা, সুনীল মণ্ডল, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিকরাও। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ সকলকে আদিবাসীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। সভাধিপতি দেবু টুডু জানান, এই হুল উত্সবের অনুষ্ঠান থেকে ৩০০ জন জেলার মাঝিবাবা তথা মোড়লদের সম্বর্ধিত করা হয়েছে। এছাড়াও জেলার ২৩ টি ব্লক থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সেরা ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করা হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের ৭৫ টি গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে একজোড়া করে ধামসা মাদোল। উল্লেখ্য, এদিন বর্ধমান শহরে কোর্ট কম্পাউণ্ডের সিধু-কানহুর মূর্তিতে মাল্যদান করে হুল উত্সবের সূচনা করেন দেবু টুডু। জেলার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদিন মিছিল করে এসে সিধু-কানহুর মূর্তিতে মালা দেন এবং বক্তব্যও রাখেন। এছাড়াও জেলার প্রতিটি ব্লকেই অনুষ্ঠিত হয় হুল উত্সব।

Exit mobile version