E Purba Bardhaman

অভিনবভাবে বেলপুকুর প্রাথমিক বিদ্যালয়ের জন্মদিন পালন

Celebrating elementary school birthdays in a fancy way

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্কুলের ৪৪ তম জন্মদিবসকে সামনে রেখে অভিনব আয়োজন করল বর্ধমানের কাঞ্চননগরের বেলপুকুর প্রাথমিক বিদ্যালয়। বেলপুকুর জি. এস. এফ. পি. বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস জানিয়েছেন, ১৯৮০ সালের ১১ নভেম্বর এই স্কুলের জন্মদিন। প্রতিবছর ১১ নভেম্বর স্কুল ছুটি থাকে। তাই তাঁরা ১২ নভেম্বর এই দিনটি পালন করলেন। তিনি জানিয়েছেন, প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের আনন্দ দিতে তাই এদিন নিয়ে আসা হয় মিকি মাউস জাম্পিং বাউন্সি, জাম্পিং ট্রামপোলিন। এছাড়াও কিছু ইন্ডোর গেমেরও ব্যবস্থা করা হয়। সকাল থেকে স্কুলের কচিকাচারা বই, খাতা সরিয়ে রেখে হুল্লোড়ে মাতলো। শুধু তাই-ই নয়, জন্মদিনে বাঙালি রীতিকে মেনেই এদিন স্কুলের জন্মদিনেও ছাত্রছাত্রীদের খাওয়ানো হল পায়েস, মিষ্টি। অবশ্যই দুপুরের মিড-ডে মিলের খাবারে ছিল ডিম, ভাত-সহ অন্যান্য তরকারিও।

Exit mobile version