মেমারি (পূর্ব বর্ধমান) :- এক অন্যরকম নববর্ষ পালন করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সাধারণ নির্বাচন দেশের সব থেকে বড় উৎসব। যে কোনো উত্সবের সময় যেমন গড় বাঙালী নিজের নিজের বাড়িকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার কাজ করেন, তেমনই ভোট উত্সবের জন্য মেমারী ১নং ব্লক অফিসের সামনে আলপনার রঙে রাঙিয়ে তুললেন মেমারি–১ ব্লকের কর্মীরা। এদিন নির্বাচন কমিশনের বিভিন্ন লোগো যেমন – ই সি আই লোগো, এসভিইইপি লোগো, ই এল সি লোগো, হেল্প লাইন ১৯৫০,সিভিজিল সহ জেলার নির্বাচনের ম্যাসকট ভোট্টুকে আলপনার আবিরে ফুটিয়ে তুললেন ব্লকের কর্মীরা। এদিন সকালে ব্লকের বিভিন্ন স্বনিযুক্তি গ্রুপের মেয়েরা লাল পাড়ের সাদা কাপড় পড়ে এসে এই আলপনা দিলেন। মেমারি–১ ব্লকের এই আলপনা দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, স্যুইপ নোডাল অফিসার তাপস কুমার ঘোষ সহ অন্যান্যরা।