পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার প্রায় ১৮৬১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধানচন্দ্র রায় জানিয়েছেন, মঙ্গলবার উত্তর ২৪ পরগণার হাবড়ায় প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার ৫৩ টি প্রকল্পের শিলান্যাস করেছেন এবং ৪৬ টি প্রকল্পের উদ্বোধন করেছেন। জেলাশাসক জানিয়েছেন, শিলান্যাস হওয়া প্রকল্পগুলির জন্য বরাদ্দ হয়েছে ৫৩০.০৩ কোটি টাকা এবং উদ্বোধন হওয়া প্রকল্পগুলির জন্য খরচ হয়েছে ১৩৩১.৪৬ কোটি টাকা। এদিন উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত চারটি ফেরিঘাটের নবনির্মিত জেটি। ভার্চুয়ালি এই ৪ টি জেটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জালুইডাঙ্গা-কিশোরীগঞ্জ, নসরৎপুর, সিদ্ধেপাড়া-মনমোহনপুর ফেরিঘাট এবং কালনা ১ ব্লকের পিয়ারি নগর-কালিনগর ফেরিঘাটের জেটি উদ্বোধন করা হয়। ভাগীরথী নদীর উপর এই জেটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও ছিলেন কালনার মহকুমা শাসক শুভম আগারওয়াল, পূর্বস্থলী ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান প্রমুখ। স্বপন দেবনাথ জানিয়েছেন, এই জেটি নির্মাণের ফলে এই এলাকার নদীর দুপারের মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।