গলসী (পূর্ব বর্ধমান) :- ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধার হল পূর্ব বর্ধমানের গলসী থানার পুরষা এলাকায়। শনিবার বিকালে ৪টি জারিকেন ভর্তি বোমা উদ্ধারের পর রবিবার সিআইডি-র বোম্ব ডিসপোজাল টিম বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে বোমা, বন্দুক ও গুলি উদ্ধারের মাঝে গলসী এলাকায় এই বিপুল পরিমানে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পুরষার বদরুল মাঠে ধান কাটার সময় জমিতে বোমা ভর্তি একটি জারিকেন দেখতে পান স্থানীয় এক কৃষক। এরপরই খবর দেওয়া হয় গলসী থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে জারিকেনটি উদ্ধার করে। পরে তল্লাশিতে ঘটনাস্থল থেকে আরও ৩ টে বোমা ভর্তি জারিকেন উদ্ধার করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থলটিকে ঘিরে রাখে। খবর দেওয়া হয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে। রবিবার আরও একটি বোমা ভর্তি জারিকেন উদ্ধার হয়। পুলিশসূত্রে জানা গেছে, ৫ টি জারিকেন থেকে মোট ৩০ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ৩ টি ধাপে বোমাগুলিকে নিস্ক্রিয় করে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড।