বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভুয়ো নথিপত্র দিয়ে খণ্ডঘোষ থানার সিভিক ভলান্টিয়ারের নামে অ্যাকাউন্ট খোলার ঘটনায় একটি বেসরকারি ব্যাংকের কর্মীকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতের নাম শেখ মকবুল রহমান। রায়না থানার বুজরুকদিঘিতে তার বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে ৭ দিন সিআইডি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার শ্যামল শিকদার। ধৃতকে ৫ দিন সিআইডি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, গত ২১ এপ্রিল খণ্ডঘোষ থানার সিভিক ভলান্টিয়ার ইয়াসউদ্দিন মল্লিকের নিশ্চিন্তপুরের বাড়িতে ৪ জন যায়। ইয়াসউদ্দিনের অ্যাকাউন্টে তারা টাকা জমা করেছে বলে জানায়। সেই টাকা তোলার কথা বলে তারা। তাঁর নামে বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে জেনে অবাক হন ইয়াসউদ্দিন। তিনি কোনও অ্যাকাউন্ট খোলেন নি বলে জানান। পরেরদিন তিনি বেসরকারি ব্যাংকের বর্ধমান শাখায় এসে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাকাউন্ট খোলার জন্য কিছু জাল নথিপত্র জমা দেওয়া হয়েছে। এরপরই তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে জাল নথিপত্র তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করে তদন্তে নামে বর্ধমান থানা। এরই মধ্যে দু’টি লোহা বোঝাই ট্রাক গায়েব হওয়ার ঘটনায় তদন্তে নামে সিআইডি। তদন্তে নেমে সিআইডি জানতে পারে, লোহা বোঝাই ট্রাক গায়েবে জড়িতরা সিভিক ভলান্টিয়ারের নামে ভুয়ো নথিপত্র জমা দিয়ে অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্টে কিছু টাকাও জমা পড়ে। ট্রাক গায়েবে জড়িতদের মধ্যে কয়েকজনকে সিআইডি আগেই গ্রেপ্তার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অ্যাকাউন্ট খোলায় ব্যাংকের কর্মী মকবুলের জড়িত থাকার কথা জানতে পারে সিআইডি। তদন্তকারী সংস্থার দাবি, জাল নথিপত্র জমা দিয়ে অ্যাকাউন্ট খোলায় সাহায্য করার কথা ধৃত কবুল করেছে।