E Purba Bardhaman

ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি দেবার ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলেণ্টিয়ারের পুলিশ হেফাজত

Civic volunteer arrested for threatening woman doctor in Bhatar taken into police custody

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভাতার স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক হুমকি দেওয়ার অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়কে রবিবার পেশ করা হল বর্ধমান আদালতে। মহিলা চিকিৎসককে আরজি করের ঘটনার কথা তুলে “আরজি করে কী হয়েছে জানেন তো?” বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে সিভিক ভলেণ্টিয়ার সুশান্ত রায়ের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার ২২১, ১৩২, ৩৫২ ও ৩৫২(২) ধারায় মামলা রুজু করে সুশান্ত রায়কে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে ভাতার থানার পুলিশ। আদালত ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। অন্যদিকে, শনিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এক মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করার ঘটনায় আটক দুই ব্যক্তির জামিন মঞ্জুর করেছে। এব্যাপারে এদিন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, দুটি ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা শুরু করে তদন্ত শুরু হয়েছে। ভাতার থানার মামলায় ধৃতকে আদালতে পাঠিয়ে ৭ দিন হেফাজতে চাওয়া হয়েছিল। ৫ দিন হেপাজত পাওয়া গেছে। বর্ধমান থানার মামলা জামিন যোগ্য ধারায় হয়েছে। থানা থেকেই জামিন হয়ে গেছে। আইন অনুযায়ী নোটিশ দেওয়া-সহ যা যা করার করা হয়েছে।

Exit mobile version