E Purba Bardhaman

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় দুই গোষ্ঠীর হাতাহাতি

Clash of two groups in the preparatory meeting of the Foundation Day of Trinamool Chhatra parishad

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য প্রস্তুতি সভায় তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমান ও বীরভূম জেলাকে নিয়ে শুক্রবার বিকেলে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বর্ধমান রাজ কলেজে অডিটোরিয়ামে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রমুখ। সভা শুরু হওয়ার আগে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সেখ সাদ্দামের গোষ্ঠীর সঙ্গে বর্তমান জেলা সভাপতি স্বরাজ ঘোষের অনুগামীরা প্রথমে বাকবিতণ্ডায় জড়ায়। শেষে তা চূড়ান্ত বিশৃঙ্খলায় পরিণত হয়ে দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। প্রকাশ্যে চড়, কিল ও ঘুসি মারামারি হয়। এই ঘটনায় আহত হয়েছেন তিন ছাত্র। জানা গেছে, এই প্রস্তুতি সভার আয়োজক ছিল বর্তমান জেলা সভাপতি স্বরাজ ঘোষের অনুগামীরা। কিন্তু প্রস্তুতি সভায় সেখ সাদ্দামের অনুগামী আমিরুল ইসলামের সঙ্গীরা ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ক্ষণিকের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ কলেজ ক্যাম্পাসের মধ্যেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আহত হন দুই পক্ষের তিন ছাত্র। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, তাঁর কাছে এরকম কোন খবর নেই। আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই জেলা থেকে বহু সংখ্যায় ছাত্রছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের বার্তা শুনতে কলকাতায় যাবেন বলে তিনি জানান। এদিকে, এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েন নি। বিজেপি নেতা মানিক রায় জানিয়েছেন, কলেজে কাটমানির ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার।

Exit mobile version