E Purba Bardhaman

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিতে যাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার, মারধরের অভিযোগ

Clashes broke out between the two parties while students were handing over memorandums to the Registrar of Burdwan University.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ সম্বলিত স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে। বুধবার দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একাংশ পড়ুয়াদের এই ডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তাঁর দপ্তরের সামনে থাকা নিরাপত্তাকর্মী-সহ কিছু বহিরাগত ছাত্রছাত্রীদের ধাক্কা দেওয়ার পাশাপাশি ব্যাপক মারধর করেছে। পালটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরীর দাবি, একদল ছাত্রছাত্রী তাঁর ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়তে গেলে তিনি দরজা আটকে ধরেন। তা সত্ত্বেও বেশকিছু ছাত্রছাত্রী জোর করে তাঁর ঘরে ঢুকতে গেলে তিনিই ধাক্কা খান। সেই সময় নিরাপত্তাকর্মীরাই তাঁকে রক্ষা করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইন বিভাগেরই একদল ছাত্রের বিরুদ্ধে অন্যান্য ছাত্রছাত্রী এমনকি শিক্ষক শিক্ষিকাদেরও প্রতি অশালীন আচরণের অভিযোগ এনে বিভাগীয় প্রধানকে ঘেরাও করে একাংশ ছাত্রছাত্রীরা। এমনকি লিখিত অভিযোগও জানানো হয় উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারকে। ছাত্রছাত্রীদের অভিযোগ, আইন বিভাগের একজন ডিসকলেজিয়েট ছাত্র গত ২০১৮ সাল থেকে ছাত্রছাত্রী-সহ শিক্ষক শিক্ষিকাদের ওপরও লাগাতার জুলুম চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও অজানা কারণে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এর ফলে কলেজের সুষ্ঠু পঠনপাঠন ব্যবস্থা নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন ছাত্রছাত্রীরা। তাঁরা জানিয়েছেন, অভিযোগ জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় বুধবার ফের ছাত্রছাত্রীরা রেজিস্ট্রারের কাছে গেলে এই ঘটনা ঘটে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, আজ স্মারকলিপি দিতে এলে রেজিস্ট্রার ও নিরাপত্তারক্ষীরা তাঁদের মারধর করে ও ধাক্কাধাক্কি করে। পালটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরীর দাবি, ছাত্রছাত্রীরা দল বেঁধে দরজা ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করলে তাঁরই ধাক্কা লাগে। নিরাপত্তারক্ষীরা না থাকলে অন্য ধরনের ঘটনা ঘটে যেতে পারতো। যদিও এই ঘটনার পর ছাত্র-ছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্রের কাছে স্মারকলিপি জমা দিয়ে এদিনের ঘটনার বিষয়ে অভিযোগ জানান। উপাচার্য গৌতম চন্দ্র জানিয়েছেন, সমগ্র বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version