বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ সম্বলিত স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে। বুধবার দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একাংশ পড়ুয়াদের এই ডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তাঁর দপ্তরের সামনে থাকা নিরাপত্তাকর্মী-সহ কিছু বহিরাগত ছাত্রছাত্রীদের ধাক্কা দেওয়ার পাশাপাশি ব্যাপক মারধর করেছে। পালটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরীর দাবি, একদল ছাত্রছাত্রী তাঁর ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়তে গেলে তিনি দরজা আটকে ধরেন। তা সত্ত্বেও বেশকিছু ছাত্রছাত্রী জোর করে তাঁর ঘরে ঢুকতে গেলে তিনিই ধাক্কা খান। সেই সময় নিরাপত্তাকর্মীরাই তাঁকে রক্ষা করে।