বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ২ নম্বর শাঁখারিপুকুর এলাকায় বেলতলা প্রাইমারি স্কুলের ভবন মাটি কাটার যন্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়ায় অভিযুক্ত বিবেকানন্দ সেবক সংঘের সভাপতি তমালকান্তি মণ্ডল শনিবার সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর হয়ে আইনজীবী বরুণ বিশ্বাস জামিন চেয়ে সওয়াল করেন। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় তাঁর জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
২৫ নভেম্বর রাতে মাটি কাটার যন্ত্র দিয়ে স্কুলভবন ভেঙে দেওয়া হয়। এনিয়ে শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্কুলভবন ভাঙার পিছনে স্থানীয় ক্লাবের জড়িত থাকা নিয়ে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির তরফে এনিয়ে বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের কাছে চিঠি দেওয়া হয়। মহকুমা শাসক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভার চেয়ারম্যান, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) ও বর্ধমান থানার আইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিের্দশ দেন। মহকুমা শাসকের নিের্দশ মেলার পর বৃহস্পতিবার রাতে ভারতীয় দণ্ডবিধির ৪৪৮, ৪২৭ ও ৩৪ ধারায় মামলা রুজু করে থানা।