সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে ৭ জেলার আধিকারিকদের নিয়ে সমন্বয় বৈঠক বর্ধমানে
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :-আসন্ন লোকসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে একইসঙ্গে কোনোরকম অশান্তি এবং গোলমাল যাতে না হয় এবং এই ধরণের আইনশৃঙ্খলা জনিত কোনো ঘটনা ঘটলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ৭ জেলার আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বর্ধমানে। যেকোনো রকম গোলমাল ঠেকাতে এবং পাশের জেলাগুলির সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়াকে সম্পন্ন করতে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলাশাসকের কনফারেন্স হলে পূর্ব বর্ধমান সহ পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার আধিকারিকদের নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। উল্লেখ্য, ভোটের সময় জেলার সীমান্ত এলাকাগুলি দিয়ে অপরাধীরা অপরাধ সংঘটিত করে পাশের জেলাগুলিতে পালিয়ে যাবার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই এই বৈঠকে এই বিষয়গুলি-সহ সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। জেলাশাসক জানিয়েছেন, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার মধ্যে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভা রয়েছে এবং বীরভূমের বোলপুর লোকসভার মধ্যে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট, কেতুগ্রাম এবং আউশগ্রাম এই তিনটি বিধানসভা রয়েছে। পাশাপাশি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একটা অংশ রয়েছে পূর্ব বর্ধমান জেলায় অন্য অংশটি রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, গোটা জেলা জুড়ে এবং জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে নাকা পয়েণ্ট করা হয়েছে। প্রতিদিনই জোরকদমে নাকা চেকিং চলছে। একইসঙ্গে চলছে বিভিন্ন কেসে জারী হওয়া গ্রেপ্তারী পরোয়ানাগুলিকেও কার্যকর করা চলছে। যদিও এদিন এব্যাপারে কোনো পরিসংখ্যান দিতে পারেননি তিনি। পুলিশ সুপার জানিয়েছেন, নাকা চেকিং পয়েণ্টের সংখ্যা কার্যত প্রতিদিনই পালটানো হচ্ছে। প্রয়োজন বোধে তা বাড়ানো বা কমানো হচ্ছে।