বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রায় ২ টন ই-বর্জ্য সংগ্রহ করল স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন। সমাজকে দূষণ মুক্ত করতে একাধিক উদ্যোগের পাশাপাশি সম্প্রতি ই-বর্জ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে এই সংস্থা। এই সংস্থার পক্ষে সন্দীপন সরকার জানিয়েছেন, উৎসবের মরশুমে অনেকেই নতুন জিনিস কেনাকাটা করেন। পুজোর মরশুমে অনলাইন হোক বা স্থানীয় দোকানে বিভিন্ন প্রকার ছাড়ের সুযোগে গাড়ি কিংবা সোনা-রুপার মতন মোবাইল, টিভি, ফ্রিজ-সহ নিত্যপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম কেনার চল বেড়েছে সম্প্রতি। প্রাক দীপাবলিতে অনেকেই ঘরের বর্জ্য পরিষ্কার করেন। পুরোনো যেগুলি বদল হয় তার মধ্যে অনেক কিছুই বিনিময় হয়ে যায়। কিন্তু যে গুলির সে সুযোগ নেই তা ঘরের কোণে জমে থাকে। এই ই-বর্জ্য সংগ্রহে সম্প্রতি পনেরো দিন ব্যাপী অভিযান চালান তাঁরা। সমাজমাধ্যম-সহ বিভিন্ন ভাবে প্রচারে জেলার বিভিন্ন প্রান্তের গৃহস্থ বাড়ি ও প্রতিষ্ঠান থেকে মিলেছে প্রায় দুই টন ওজনের ই-বর্জ্য। তিনি জানিয়েছেন, এই ই-বর্জ্য গুলি থেকে পুনর্ব্যবহারযোগ্য ধাতু ও প্লাস্টিক নিষ্কাশনের জন্য পরিবেশবান্ধব প্রক্রিয়াকরণ করা হচ্ছে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত একটি বেসরকারি সংস্থাকে দিয়ে। এই ই-বর্জ্য পদার্থ সংগ্রহে আগ্রহ বাড়াতে নানারকম পুরষ্কারও তুলে দেওয়া হয়েছে এই অভিযানে ই-বর্জ্য জমা করাকারীদের হাতে।