E Purba Bardhaman

সম্পত্তিগত বিবাদের জেরে ভাইকে নৃশংসভাবে খুন করার অভিযোগ দাদা বৌদির বিরুদ্ধে

Complaint against the Dada & Boudi for brutally murdering his Brother in connection with property dispute

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পিটিয়ে ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদা এবং বৌদির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের আঁজিরবাগান এলাকার লিচুতলায়। মৃত ভাইয়ের নাম বিজয় পন্ডিত (২৪)। এই ঘটনার পর পলাতক অভিযুক্ত দাদা দিলীপ পন্ডিত এবং তাঁর স্ত্রী নীলম পন্ডিত। বিজয় পণ্ডিতেরজামাইবাবু সুমন দাস জানিয়েছেন, বিজয় তার মাকে নিয়ে ভাতছালা এলাকায় থাকত। পেশায় কুমোর। লিচুতলায় থাকত দাদা ও বৌদি। শুক্রবার সন্ধ্যেয় দাদা বিজয়কে ডেকে নিয়ে আসে। এরপর শনিবার সকালেও বিজয় বাড়ি না ফেরায় মা মালতি পন্ডিত ছেলের খোঁজ করতে এসে দেখেন ক্ষতবিক্ষত বিজয়ের মৃতদেহ পড়ে রয়েছে বাড়ির ভেতর কলতলায়। পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, মৃতদেহের পাশে রক্তাক্ত লোহার রড পড়েছিল। বাড়ির ভেতর ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। তা থেকেই প্রাথমিকভাবে অনুমান বিজয়কে খুন করার পিছনে একাধিক ব্যক্তির হাত রয়েছে। মালতিদেবী জানিয়েছেন, রাতেও বিজয় বাড়ি না ফেরায় তিনি চিন্তিত হয়ে পড়েন। বড় বৌমাকে ফোন করলে তিনি তাঁকে জানান, বিজয় বাড়ি চলে গেছে। কিন্তু তাতেই তাঁর সন্দেহ হয়। এরপরই তিনি এদিন ভোর হতেই লিচুতলায় চলে আসেন। আর বাড়ির ভিতর এই দৃশ্য দেখে রীতিমত চমকে ওঠেন। তিনিই প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মালতি পণ্ডিত জানিয়েছেন, বিজয়ের বিয়ের ঠিক হয়ে গিয়েছিল। কিছুদিন আগেই বাড়ি ভাগ করার জন্য দুই ছেলে ও মেয়েকে নিয়ে আলোচনাও করেন। কিন্তু তিনি ভাবতেও পারেননি তাঁরই বড় ছেলে সম্পত্তি হাতাতে নিজের ভাইকে নৃশংস্যভাবে খুন করবে। তিনি জানিয়েছেন, বিজয়কে খুন করার পর দিলীপ এবং নীলমের পালিয়ে যাওয়াতেই তাঁর সন্দেহ ওরাই সম্পত্তির জন্য খুন করেছে বিজয়কে।

Exit mobile version