Site icon E Purba Bardhaman

স্কুল শিক্ষকের সঙ্গে মহকুমা শাসকের দুর্ব্যবহারের অভিযোগ

Complaint of ill-treatment of sub-divisional officer with school teacher

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারী আধিকারিকের খারাপ ব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন প্রাথমিক শিক্ষকরা। বৃহঃস্পতিবার পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগীর কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি দেন। অভিযোগকারী শিক্ষক অভিষেক মন্ডলের দাবী, স্কুলে সমস্যার কারণে তিনি ভোটের কাজ থেকে অব্যাহতি চান। কিন্তু তাঁকে জোর করে ভোটের কাজ করানো হয়। এই বিষয়ে তিনি মহকুমা শাসক পুষ্পেন্দু সরকারের দ্বারস্থ হলে তাঁকে অপমান করা হয় এবং একই সঙ্গে চাকরি কেড়ে নিয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগীর সঙ্গে দেখা করেন ও লিখিত ভাবে বিষয়টি জানান। যদিও এব্যাপারে সদর উত্তর মহকুমা শাসক পুষ্পেন্দু সরকার তাঁর বিরুদ্ধে শিক্ষকের আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

Exit mobile version