বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদ-সহ জেলা জুড়ে বর্ষার মুখে রাস্তাঘাট মেরামতের দাবিতে শনিবার বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখালো জেলা কংগ্রেস। এদিন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলী জানিয়েছেন, ক্রমশই কাঁচা সবজি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়লেও কোনো হেলদোল নেই প্রশাসনের। এরই পাশাপাশি বর্ষা শুরু হতে না হতেই জেলার রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে উঠছে। দ্রুত এই অবস্থার পরিবর্তন না হলে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। তাঁদের দাবি, এব্যাপারে জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। একদিকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক, অন্যদিকে, দ্রুত রাস্তাঘাট মেরামত করা হোক।