E Purba Bardhaman

শুরু হলো তেঁতুলতলা ওয়াক্ফ এস্টেটের বহুতল ছাত্রাবাস নির্মাণের কাজ

Construction of 5-storey student hostel of Tentultala Waqf Estate has started

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তেঁতুলতলা বাজারের একাংশ সংস্কার করে তৈরি হবে বহুতল ছাত্রাবাস। ওই মার্কেটে বর্তমানে থাকা দোকানগুলিও নতুন ভবনে থাকবে বলে জানালো তেঁতুলতলা ওয়াক্ফ এস্টেট। এই বিষয়ে শনিবার তাদের অফিসে সাংবাদিক বৈঠক করে তেঁতুলতলা ওয়াক্ফ এস্টেট কমিটি। তেঁতুলতলা ওয়াক্ফ এস্টেটের সম্পাদক নূর আলম জানিয়েছেন, ২০১৩ সালে পশ্চিমবঙ্গ ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল গনি তেঁতুলতলা বাজারে ওয়াক্ফ এস্টেটের কার্যালয় এবং সংলগ্ন সম্পত্তি পরিদর্শন করেন। সেই সময়ই তিনি এই ওয়াক্ফ এস্টেটের মালিকানাধীন এই বাজার সংস্কারের পরামর্শ দেন। সেই অনুযায়ীই, তেঁতুলতলা ওয়াক্ফ এস্টেট মতোয়াল্লি কমিটি একটি বহুতল ছাত্রাবাস নির্মাণের প্রকল্প জমা দেয়। ওয়াক্ফ বোর্ড প্রকল্পটি অনুমোদন করে ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকল্পটিকে অনুমোদনের জন্য পাঠানো হয় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরে। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তর প্রকল্পটি নির্মাণের দায়িত্ব দেয় পূর্ব বর্ধমান জেলা পূর্ত দপ্তরকে। পূর্ত দপ্তর ২০২৩ সালের আগস্ট মাসে নির্মাণের আদেশ দেয় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে। নূর আলম জানিয়েছেন, এরপরই নির্মাণ স্থান খালি করার জন্য জানানো হয়। বর্তমান ভবনের একতলায় ৪৫ টি দোকান রয়েছে। দোকানগুলি খালি করার জন্য দোকান ভাড়াটিয়াদের অনুরোধ করা হয়েছে। নূর আলম জানিয়েছেন, দোকান ভাড়াটিয়ারা ২০২৪ সালের ১৩ জানুয়ারি দোকান ঘর খালি করতে সম্মত হয়েছেন। এক সপ্তাহর মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। এখানে ৩ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে তৈরি হবে ৫ তলা ভবন। ভবনের একতলায় ৪৫ টি দোকান বর্তমান ভাড়াটিয়াদের বিনামূল্যে দেওয়া হবে। দোতলা থেকে ৫ তলা পর্যন্ত ছাত্রাবাসের জন্য ব্যবহার করা হবে। ৭২ শয্যার এই ছাত্রাবাসে সংখ্যালঘুদের অগ্রাধিকার থাকলেও অন্যান্য পড়ুয়ারাও থাকতে পারবেন বলে জানিয়েছেন নূর আলম।

Exit mobile version