বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তৃণমূল পরিচালিত অবস্থায় বর্ধমান পুরসভার পুরবোর্ড যে সমস্ত অস্থায়ী কর্মী নিয়োগ করেছিল দলীয় স্বজনপোষণের জন্য সেই কর্মীদের মধ্যেই ১৮জন কর্মীকে অতিরিক্ত বাড়তি টাকা দেবার অভিযোগ সামনে আসতেই শুরু হয়ে গেল তীব্র বিক্ষোভ। চাপের মুখে পড়ে তড়িঘড়ি ওই ১৮জন কর্মীর বেতন থেকে বর্ধিত প্রদেয় টাকা কেটে নেবার নির্দেশ দিলেন প্রশাসক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বর্ধমান পুরসভায়। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বেতনবৃদ্ধির দাবীতে বর্ধমান পৌরসভায় বিক্ষোভ দেখালেন বর্ধমান পৌরসভার অস্থায়ী কর্মীরা। বিগত তৃণমূল বোর্ডের আমলে অনৈতিকভাবে নির্দিষ্ট কয়েকজন অস্থায়ী কর্মীর বেতন বৃদ্ধি করা হয় বলে অভিযোগ। সেইমতো বাকি কর্মীদেরও বেতন বৃদ্ধি করতে হবে এই দাবীতে পৌরসভাতেই বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা।