মেমারী (পূর্ব বর্ধমান) :- বাস থেকে যাত্রীর সোনার গয়নাভির্ত ব্যাগ চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের নাম মনোজ মির্ধা ওরফে ক্যাপ্টেন টুডু ও মমতা হেমব্রম। ঝাড়খণ্ডের রামগড় থানা এলাকায় তাদের বাড়ি। শুক্রবার বিকেলে মেমারি থানার ঝিকরা গ্রামের বামুনপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চুরি যাওয়া গয়না ও দু’টি ব্যাগ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতদের শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের হয়ে কোনও আইনজীবী এদিন দাঁড়াননি। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২২ মার্চ ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস জানিয়েছে, মেমারি থানার সিমলা গ্রামের জয়নার বিবি বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টে নাগাদ মন্তেশ্বর থানার ভাগড়া মোড় থেকে মালডাঙা–মেমারি রুটের একটি বাসে চেপে মেমারিতে আসছিলেন। সঙ্গে তাঁর মেয়ে ছিল। বাসে ওঠার পর তিনি তাঁর দু’টি ব্যাগ ব্যাংকে রেখে দেন। বাসটি মেমারি স্ট্যান্ডে পৌঁছলে তিনি দেখেন, বাঙ্ক থেকে তাঁর ব্যাগ দু’টি উধাও হয়ে গিয়েছে। একটি ব্যাগে সোনা ও রুপোর গয়না ছিল। তিনি ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তাতে চুরিতে মনোজ ও তার স্ত্রীর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, তারাও ভাগড়া মোড় থেকেই বাসে চাপে। ব্যাগ দু’টি চুরির পর তারা সাতগেছিয়া মোড়ে নেমে যায়। পুলিশ সূত্রে জানা গেছে ঐ দম্পতি ঝাড়খণ্ড রাজ্য থেকে মেমারীতে এসেছিলেন আলু তোলার কাজে।