E Purba Bardhaman

ঘূর্ণিঝড় মিগজাউমের কোপে জলে ভাসল আদালতের কক্ষ, নথী নষ্টের আশংকা

Court room flooded due to Cyclone Michaung, documents feared to be destroyed

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত দু’দিন ধরে একটানা বৃষ্টির জেরে খোদ বর্ধমান সাব ডিভিশনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের কক্ষ জলে ভরে গেল। অনবরত ছাদ থেকে জল পড়ার জেরে আদালতের গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশংকা প্রকাশ করেছেন আইনজীবীরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত বলে পরিচিত এই এজলাসে প্রতিদিনই শয়ে শয়ে মানুষ আসেন। পূর্ব বর্ধমান আদালতের আইনজীবী সিদ্ধার্থশংকর তা জানিয়েছেন, বর্ধমান আদালতের একটা গুরুত্বপূর্ণ দপ্তর এটা। এখানে ১৪৪ ধারা-সহ বিভিন্ন কেসের নথী রয়েছে। কিন্তু যেভাবে ছাদ থেকে হুড়মুড়িয়ে জল পড়ছে তাতে ওই সব নথী নষ্ট হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উকিলবাবু-সহ আদালতের কর্মীরা বসে কাজ করতে পারছেন না। এ ব্যাপারে এই আদালতের কর্মীরা জানিয়েছেন, বহুবার প্রশাসনিকভাবে এই বিষয়ে জানানো হয়েছে। ছবি তুলেও দেওয়া হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। বৃষ্টি পড়লেই এভাবে জলে ভেসে যাচ্ছে গোটা ঘর। অফিসের কাগজপত্র অন্যত্র সরিয়ে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এরই পাশাপাশি কর্মীরা জানিয়েছেন, এই ভবনটি অনেক পুরানো। ফলে এভাবে ছাদ থেকে জল পড়ায় তাঁরা আশংকা করছেন, যেকোনো সময়েই হুড়মুড়িয়ে ছাদ ধ্বসে যেতে পারে। একইসঙ্গে বিদ্যুতের বিপর্যয়ও ঘটে যাবার ভয় পাচ্ছেন তাঁরা।


Exit mobile version