E Purba Bardhaman

“চোর তাড়াও, বাংলা বাঁচাও” শ্লোগান তুলে পদযাত্রা করল সি.পি.আই.এম. বর্ধমান শহর ২ এরিয়া কমিটি

CPI(M) marched in Burdwan with the slogan Chase thieves, save Bengal

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- “চোর তাড়াও, বাংলা বাঁচাও” শ্লোগান তুলে রাজ্য জুড়ে চলছে সি পি আই এম-এর একাধিক কর্মসূচী। সেই কর্মসূচীর অঙ্গ হিসাবেই শনিবার বিকেল থেকে বর্ধমানে পদযাত্রা করল সি পি আই এম-এর বর্ধমান শহর ২ এরিয়া কমিটি। এদিন এই কর্মসূচীতে বর্ধমান শহর ২ এরিয়া কমিটির পাশাপাশি অংশ নিয়েছিলেন সংলগ্ন পঞ্চায়েত এলাকার নেতাকর্মীরাও। অংশ নিয়েছিলেন সিটুর নেতা-কর্মীরাও। এদিনের পযাত্রায় উপস্থিত ছিলেন এস এফ আই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক তথা কলকাতা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কৌস্তভ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, এস এফ আই-এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী, বর্ধমান শহর ২ এরিয়া কমিটির সম্পাদক তরুণ রায়-সহ জেলা এবং শহর কমিটির অন্যান্য নেতৃত্ব। উদয়পল্লী বাজার সংলগ্ন এলাকা থেকে দু’দিনের এই পদযাত্রা কর্মসূচীর সূচনা করা হয়। পদযাত্রাটি বর্ধমান শহর ২ এরিয়া কমিটি এবং সংলগ্ন পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে। পদযাত্রা থেকে আওয়াজ তোলা হয়, অবিলম্বে এস এস সি-এর যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে, দুর্ণীতে মামলায় যুক্তদের কঠোর শাস্তি দিতে হবে, রাজ্য জুড়ে ডেঙ্গি প্রতিরোধে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, বর্ধমান শহরের রাস্তা দ্রুত সংস্কার করতে হবে, পানীয় জল, যনজট সমস্যার সমাধান করতে হবে, বিল্ডিং প্ল্যানের সরলীকরণ করতে হবে। এছাড়াও, ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করা ও বকেয়া মজুরি প্রদান, সারের কালোবাজারি এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন মিছিল থেকে আওয়াজ তোলা হয়। পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন কৌস্তভ চট্টোপাধ্যায়। রবিবার সকালে দ্বিতীয় দিনের মিছিল শুরু হবে ইদিলপুর থেকে।

Exit mobile version