বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৩ ডিসেম্বর দুপুর থেকে জীবনের সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হল না, জীবনযুদ্ধে পরাজিত হলেন সুধীর সূত্রধর (৬৩)। বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাংক দুর্ঘটনায় মৃত্যু হল আরও একজনের। সুধীর সূত্রধরের বাড়ি মেমারীর কলেজ পাড়া এলাকায়। এনিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। দুর্ঘটনার পর থেকে বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন সুধীর সূত্রধর। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্মের মাঝে থাকা জলের ট্যাংকের একাংশ ভেঙে পড়ে সেদিনই মারা যান ৩ জন। যার মধ্যে একজন মহিলাও রয়েছেন। আহত হন প্রায় ৩৯ জন। আহতদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও হাসপাতাল সূত্রে খবর এখনও ১১ জন চিকিৎসাধীন আছেন। ওই দুর্ঘটনায় আহত সুধীর সূত্রধর ঘটনার দিন থেকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতের ছেলে গোপাল সূত্রধর জানান, সুধীর সূত্রধর বর্ধমানে দিনমজুরের কাজ করতেন। দুর্ঘটনার দিন তিনি কাজ শেষে ট্রেন ধরবেন বলে প্লাটফর্মে অপেক্ষা করছিলেন। তখনই তিনি দুর্ঘটনার কবলে পরেন। তারপর থেকেই তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থাতেই শনিবার গভীর রাতে তিনি মারা যান।