বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আলু, ধান-সহ বিভিন্ন ফসল গত বছর অতিবৃষ্টির ফলে নষ্ট হলেও এখনও কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে সোমবার জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু জানিয়েছেন, গতবছর পূর্ব বর্ধমান জেলায় ধান, আলু-সহ চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। জেলায় হেক্টরের পর হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছিল। পাকা ধান নষ্ট হয়েছিল, দুবার করে বহু খরচ করে আলু চাষ করতে হয়েছিল। কিন্তু সেই চাষ করার পরও ফলন ভালো হয়নি। এরপর আলু তোলার সময় নাবিধসা রোগে বহু আলু নষ্ট হয়ে যায়। ফলে কৃষকরা ঋণগ্রস্ত হয়ে পড়ে। বহু চাষি সোনাদানা বন্ধক রেখে চাষ করেছিল আজকে তারা সর্বস্বান্ত। এইরকম পরিস্থিতিতে বহু আন্দোলন করে অবরোধ মিছিল মিটিং ডেপুটেশন দিয়ে বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিমার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও তাতে চূড়ান্ত অসংগতি দেখা গেছে। আন্দোলনের চাপে প্রশাসন পুনর্মূল্যায়ন করলেও দেখা গেছে মেমারি ১ ব্লকের গন্তার-২ নং পঞ্চায়েত, মেমারি ২ ব্লকের সাতগেছিয়া-১ নং পঞ্চায়েত, বর্ধমান ২ ব্লকের বড়শুল -২ নং পঞ্চায়েত এলাকায় ক্ষতিপূরণে বিমার টাকা সামান্য দেওয়ার কথা ঘোষণা করেছে। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একইসঙ্গে এদিন কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে তাঁরা কৃষক স্বার্থবিরোধী কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে কৃষি ক্ষেত্রে মোট বাজেটের মাত্র ৩ শতাংশ ব্যয় করেছে। সারের উপর থেকে প্রায় ভর্তুকি তুলে দিয়েছে। এর ফলে সারের ব্যাপক দাম বাড়বে। এজন্য তাঁদের দাবি সারের ব্যাপক কালোবাজারি বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন।