খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কাছে বাধা পেলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার কংগ্রেস প্রার্থী নারায়ণ চন্দ্র খাঁ। কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়েছে, এদিন সকালে খণ্ডঘোষের দুবরাজহাট এলাকায় কংগ্রেস প্রার্থী টোটো নিয়ে প্রচারে বের হন। সেই সময় তৃণমূল সমর্থকরা তাদের বাধা দেয়। এই ঘটনায় কংগ্রেস প্রার্থী সহ কংগ্রেস কর্মীরা খণ্ডঘোষ থানায় গিয়ে বিক্ষোভও দেখান। কংগ্রেস দলের পক্ষ থেকে জানান হয়েছে, গত শীত মরশুমে খণ্ডঘোষ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করতে গেলেও তাদের বাধা দেওয়া হয়েছিল। ফের এদিন প্রচারে বাধা দেওয়া হলেও পুলিশ কোনো উদ্যোগ নেয়নি।